চাঁন মোহন ত্রিপুরাদের মতো অসংখ্য শহীদের আত্মবলিদানের ভিতের উপরেই আজকে ত্রিপুরার মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত।
পূর্বতন সরকারের সময়ে গণ্ডাছড়াকে পিছিয়ে পড়া এলাকা বলে তকমা দেওয়া হতো। কোনও উদ্যোগই ছিল না এই এলাকার উন্নয়নের জন্য। কিন্তু এখন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বাধীন সেবা ও সুশাসনের সরকার সেই ধারণা ভেঙে দিয়েছে। গণ্ডাছড়ায় উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশের জন্য নারকেলকুঞ্জকে ঢেলে সাজানোর কাজ চলছে, ডুম্বুর লেকে এসেছে আধুনিকতম বোট।
0 মন্তব্যসমূহ