Advertisement

Responsive Advertisement

গণ্ডাছড়ায় অনুষ্ঠিত হল বিজেপি'র কার্যকর্তা চাঁন মোহন ত্রিপুরার আত্মবলিদান দিবস

আগরতলা, ২৬ ডিসেম্বর : মঙ্গলবার গণ্ডাছড়ায় অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা শহীদ চাঁন মোহন ত্রিপুরার ৭তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন যুবমোর্চার সভাপতি তথা ত্রিপুরা শিল্প ও উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। তিনি উনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
 চাঁন মোহন ত্রিপুরাদের মতো অসংখ্য শহীদের আত্মবলিদানের ভিতের উপরেই আজকে ত্রিপুরার মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত।
পূর্বতন সরকারের সময়ে গণ্ডাছড়াকে পিছিয়ে পড়া এলাকা বলে তকমা দেওয়া হতো। কোনও উদ্যোগই ছিল না এই এলাকার উন্নয়নের জন্য। কিন্তু এখন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বাধীন সেবা ও সুশাসনের সরকার সেই ধারণা ভেঙে দিয়েছে। গণ্ডাছড়ায় উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশের জন্য নারকেলকুঞ্জকে ঢেলে সাজানোর কাজ চলছে, ডুম্বুর লেকে এসেছে আধুনিকতম বোট।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ