আগরতলা, ১৮ডিসেম্বর : ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমে নগর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। এই বৈঠকের পৌরহিত্য করেন ত্রিপুরা শিল্প ও উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর ও পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্য, শিল্প ও বাণিজ্য দপ্তরের ডাইরেক্টর তথা ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের এম.ডি বিশ্বশ্রী বি সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের শিল্প পরিকাঠামো সহ শিল্প সম্ভাবনার বিকাশের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কি করে রাজ্যে আরও শিল্প কারখানা বৃদ্ধি করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায় এই নিয়ে আলোচনা হয়েছে।
0 মন্তব্যসমূহ