আগরতলা, ৭ ডিসেম্বর : বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের নিয়ে আয়োজিত বৈঠকে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যান্য নেতৃত্ব।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলকে চাঙ্গা করতে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। দিনক্ষণ ঠিক হলে রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। তবে কোন কোন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী রাজ্যে আসবেন না বলে, তা সম্পূর্ণ অসত্য বলে সংবাদ মাধ্যমকে জানান সভাপতি আশীষ সাহা।
তিনি আরও বলেন প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে ঘিরে বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার ধর্মনগর এবং ঊনকোটি জেলা সফরে গিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। অপরদিকে দক্ষিণ জেলা সফরে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ