আগরতলা, ১১ ডিসেম্বর : ১৫ নভেম্বর কালিকা জুয়েলার্সের তরফে শারদীয়া মিলন মেলা এবং ধনং দেহি ধনতেরাস উপলক্ষে লাকি ড্রয়ের মাধ্যমে চয়ন করা পাঁচ সৌভাগ্যশালীর নাম ঘোষণা করে রাজধানী আগরতলার অন্যতম সুপরিচিত জুয়েলারি প্রতিষ্ঠান কালিকা জুয়েলারি। সোমবার দুপুরে হরিগঙ্গা বসাক রোডস্থিত শোরুমে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ বিজয়ীর হাতে তুলে দেওয়া হলো পাঁচটি স্কুটি।
এই পাঁচজন ভাগ্যবান হলেন, কানাই মল্লিক, অপু শীল, প্রদীপ দাশ, বীরচন্দ্র দেববর্মা এবং সেন্ট মোদক। তাদের হাতে এদিন স্কুটির চাবি তুলে দেন জুয়েলারির দুই অংশীদার সহ উপস্থিত বিভিন্ন জনেরা। আগামীতেও গ্রাহকদের কথা মাথায় রেখে এহেন উদ্যোগ জারি থাকবে বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফে।
0 মন্তব্যসমূহ