শান্তিরবাজার, ১৪ ডিসেম্বর : অন্তিম ব্যাক্তির কাছে সমস্ত প্রকারের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্দ্যোগে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতিঘরে সুশাসন ২.০ মেলা। বৃহস্পতিবার শান্তিরবাজার পুর পরিষদের উদ্দ্যোগে অফিসে হয় প্রতিঘরে সুশাসন ২.০ মেলা। আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুরপরিষদের চিফ এক্সিউটিভ অফিসার তথা শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, ডেপুটি চিফ এক্সিউটিভ অফিসার তথা ডি সি এম প্রীতম সরকার, পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা।
আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচীর কথা তুলে ধরেন। মন্ত্রী জানান ২০১৮ সালে আগে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো লোকজনেরা। বর্তমান সময়ে রাজ্যে পরিবর্তনে পর সমস্ত প্রকারের সুযোগ সুবিধাগুলো লোকজের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। যার ফলে প্রতিঘরে সুশাসনের মাধ্যমে ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে বগাফা কৃষি দপ্তেরর উদ্দ্যোগে কিছু ফসলের চারা মন্ত্রী ও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাত ধরে লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। আজকের এই সুশাসন মেলায় বিভিন্ন প্রকারের কাগজ করানোর জন্য ব্যাপক হারে লোকসমাগম ঘটে।
0 মন্তব্যসমূহ