Advertisement

Responsive Advertisement

আগরতলার পুঁথিবা মন্দিরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির


আগরতলা, ১২ডিসেম্বর : ৮৪তম নুপিলাল স্বরণ দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর অভয়নগর এলাকার পুঁথিবা মন্দিরে আয়োজিত এই রক্তদান শিবিরটি পুঁথিবা পুঁথিবা লাই হারাওবা কমিটি এবং ত্রিপুরা মেইতেই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। 
শিবিরের উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের  মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুরো নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তা সাহা সহ আয়োজক কমিটির কর্মকর্তারা।
উভয় কমিটির সদস্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও প্রতিবছর নানা সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ