ধর্মনগর, ২৯ ডিসেম্বর : নেশা কারবারি মিহির ওরফে বিধান অবশেষে পুলিশের জালে। সে এলাকায় ত্রাস বলেও পরিচিত ছিল। অভিযোগ যে কোন বিষয়ে সে ঝামেলা পাকাতে মজা পায়, জমির দালালি থেকে ঝান্ডিমুন্ডা কিছুই ছাড়েনি এই মিহির লাল দাস ওরফে বিধান। ধর্মনগর শশ্মান কালীবাড়ি রোডের বাসিন্দা মিহির অরফে বিধান, বাম আমলেও তার অসামজিক কার্যকলাপ এর জন্য পরিচিত ছিল। সরকার পরিবর্তন হলে সেও রঙ পালটে ফেলে আবারও একই কায়দায় জড়িয়ে পড়ে বিভিন্ন অসামাজিক কাজে বলে অভিযোগ ইতিমধ্যেই সে মাদক কারবারেও জড়িয়ে পড়ে অবশেষে আজ রাজ্য গোয়েন্দা দপ্তরের তৎপরতায় মাদকের ৫১ টি কৌটা সহ গ্রেপ্তার করা হয় তাকে।
জানাগেছে রাজ্য গোয়েন্দা দপ্তরের তৎপরতায় শুক্রবার সকালে দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এই নেশা কারবারিকে বাইকসহ গ্রেফতার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তির নাম মিহির লাল দাস ওরফে বিধান ,বয়স ৪৮ বছর, বাড়ি ধর্মনগর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ড এ। তার সাথে একান্নটি ব্রাউন সুগারের কৌটা পাওয়া যায়। ব্রাউন সুগার সহ মিহির লাল দাসকে আটক করে ধর্মনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তার টি আর ০৫ডি ৯২৮৯ নম্বরের গ্ল্যামার বাইকটি আটক করে রাখা হয়েছে। শনিবারে প্রেরণ করা হবে তাকে আদালতে।
0 মন্তব্যসমূহ