Advertisement

Responsive Advertisement

মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে আবার উমাকান্ত একাডেমিতে শুরু হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 
আগরতলা, ১২ ডিসেম্বর:করোনা মহামারী পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর এবছর থেকে ফের শুরু হলো রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল। মঙ্গলবার উমাকান্ত মাঠে আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা।
শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও প্রতিভার মনোভাব দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। শারীরিক সুস্থতা এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার।
এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ