অয়ন নাগ, ধর্মনগর, ২১ ডিসেম্বর : চুরি কাণ্ডের মাত্র দুই দিনের মধ্যে চোরদের জালে তোলতে সক্ষমত হল উত্তর জেলা পুলিশ। গতবুধবার ধর্মনগর হরি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ধর্মনগর থানার পুলিশ। কদমতলা থেকে অমর আলী নামের এক কুখ্যাত চোরকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য চোরেদের নাম জানতে পারে। এরপর আসাম পুলিশের সহায়তায় সে রাজ্য থেকে আরো এক চোর আটক করে নিয়ে আসা হয়।
তার ঘর থেকে চুরি যাওয়া জিনিসপত্রে পাশাপাশি চুরি কান্ডে ব্যবহৃত গ্যাসকাটার, কাটার , দেশী, বিদেশি টাকাসহ আরও অনেক জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।
0 মন্তব্যসমূহ