Advertisement

Responsive Advertisement

শ্যামা মায়ের আরধনায় পিলাক টুরিষ্ট লজে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগীতা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার ১০ ডিসেম্বর : অন্যান্য বছরের ন্যায় এইবছরও শ্যামা মায়ের আরাধনায় মাতোয়ারা হলেন জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ ও এলাকাবাসী এবং ব্যাবসায়ী সমিতি। আগামী মঙ্গলবার জোলাইবাড়ী ফাঁড়ীথানায় কালী পূজা অনুষ্ঠীত হবে। কালীপূজাকে কেন্দ্রকরে বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতেনিয়েছে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। পূজার পূর্বে পূজাকমিটির উদ্দ্যোগে জোলাইবাড়ী পিলাকটুরিষ্টলজে জোলাইবাড়ীর ক্ষুদে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগীতা অনুষ্ঠীত করাহয়। পূজারদিন থানার উদ্দ্যোগে গরীব লোকজনদের মধ্যে শীতবস্ত্র বিতরন করাহবে। সামাজিক কর্মসুচীর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান কর্মসূচী সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি খোকন কুমার দাস। জোলাইবাড়ী ফাঁড়ী থানার উদ্দ্যোগে আয়োজিত আজকের এই প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ