জানা যায় ঐ এলাকায় সরকারি জমিতে গড়ে উঠা গাঁজা বাগানের প্রায় ৫০ হাজার গাঁজা গাছ কাটা হয়।জানা যায় এই বিশাল অভিযান চলছে ডি আই জি সাউথ রেঞ্জর অধিনে। নেশা মুক্ত ত্রিপুরাকে বাস্তবায়ন করতে প্রশাসন মরিয়া হয়ে কাজ করছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নেশার উপর যেভাবে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে তাতে পরিস্কার নেশা মুক্ত রাজ্য গড়ার যে চিন্তা ভাবনা তা বাস্তবে রূপ দিতে পারবে।
0 মন্তব্যসমূহ