Advertisement

Responsive Advertisement

রবিবার বক্সনগরের কলমচৌড়া থানার পুলিশ প্রায় ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে

 
বক্সনগর, ২৪ ডিসেম্বর : প্রতিদিনের মত রবিবার বেলা ১১ টার সময় থেকে সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার আধিকারিক বিদ্যা দেববর্মার নেতৃত্বে বড়কুসি এলাকায় সরকার জমিতে ঘরে উঠা বিশাল গাঁজা বাগান ধ্বংস করল। এই অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই বিশ্বজিৎ দেববর্মা ও অনান্য দায়ীত্ব প্রাপ্ত আধিকারিকরা। সাথে ছিল বিশাল টি এস আর বাহীনি ও মহিলা টি এস আর।
জানা যায় ঐ এলাকায় সরকারি জমিতে গড়ে উঠা গাঁজা বাগানের প্রায় ৫০ হাজার গাঁজা গাছ কাটা হয়।জানা যায় এই বিশাল অভিযান চলছে ডি আই জি সাউথ রেঞ্জর অধিনে। নেশা মুক্ত ত্রিপুরাকে বাস্তবায়ন করতে প্রশাসন মরিয়া হয়ে কাজ করছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নেশার উপর যেভাবে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে তাতে পরিস্কার নেশা মুক্ত রাজ্য গড়ার যে চিন্তা ভাবনা তা বাস্তবে রূপ দিতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ