আগরতলা, ১৮ ডিসেম্বর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালের ড্রাম, আলমারী ও শিশুখাদ্য রাখার জন্য পাত্র দেওয়ার ব্যবস্থা করা। পুরানো অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে শৌচালয়ের ব্যবস্থা করা। আগামী গ্রীষ্মকালের আগে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা করা, বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি রেখে ডিমসহ অন্যান্য জিনিষের মূল্যবৃদ্ধি করা। অবসর প্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন ভাতা ৭৫০ টাকা এবং ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা ও তিন হাজার টাকা প্রদান করাসহ মোট ৮দফা দাবীকে সামনে রেখে সোমবার ডেপুটেশন কর্মসূচিতে মিলিত হলো মজদুর মনিটরিং সেলের অন্তর্গত ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা এসোসিয়েশন। এদিন সংঘঠনের সদস্যরা রাজধানীর অভয়নগর এলাকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকারের অফিসে গিয়ে ডেপুটেশন তোলে দেন। এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের নেতা বিপ্লব করও। তিনি সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সকল দাবী রয়েছে এগুলো যুক্তি সঙ্গত। রাষ্ট্রবাদী সরকার তাদের এই দাবিগুলো পূরণে এগিয়ে আসবে বলেও অভিমত ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ