Advertisement

Responsive Advertisement

সাংগঠনিক বৈঠক করতে আগরতলায় এলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব

আগরতলা, ২০ ডিসেম্বর : আগরতলায় এলেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (সাংগঠক) বি এল সন্তোষ, দলের সর্বভারতীয় মুখপাত্র ডা সম্বিত পাত্রা, সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এবং আসাম ও ত্রিপুরার সংগঠনিক মহামন্ত্রী রবীন্দ্র রাজু।
বুধবার বিকেলে তারা আগরতলায় এসে পৌঁছান। এমবিবি বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তসহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা। রাজ্যে আসার পর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার সঙ্গে বৈঠকে বসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর রাজ্য স্তরের নেতৃবৃন্দদের সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করার পর বিজেপি দলের কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন কেন্দ্রীয় নেতৃত্বরা বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ