আগরতলা, ১৮ ডিসেম্বর : জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তথা জে আর বি টি নিয়োগের পদ্ধতি নিয়ে ৫জন চাকরি প্রত্যাশী উচ্চ আদালতে মামলা করে ছিলেন, তাদের বক্তব্য মেধা তালিকায় নাম থাকার পরও তাদের চেয়ে কম নাম্বার পেয়েছেন এমন আবেদনকারীদের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। তাদের আবেদনে সাড়া দিয়ে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন আগামী এক মাসের মধ্যে বঞ্চিত মেধাবিদের নিয়োগ করতে হবে। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি আরো বলেন শুধু মাত্র ৫জনের নিয়োগে দুর্নীতি হয়নি। এমন আরো অনেক চাকরি প্রদানের দুর্নীতি হয়েছে। তাই এই পরিস্থিতিতে সঠিক তদন্তের জন্য হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে জে আর বি টি'র নিয়োগের বিষয়টি তদন্ত করাতে হবে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফের দাবি করেন তিনি।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান মিয়া ও নীলকমল দেব।
0 মন্তব্যসমূহ