বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার: মোক্ষদা একাদশী ও গীতা জয়ন্তী। আজ ৫,১৬০ তম গীতা জয়ন্তী। ৫ হাজার বছর পূর্বে আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরক্ষেত্র প্রাঙ্গনে দারিয়ে অর্জুনকে উপলক্ষকরে বিশ্ববাসীর কল্যানের জন্য জ্ঞান দিয়েছেন। সমস্ত সমস্যার সমাধান গীতায় রয়েছে। তাই সকলকে প্রতিদিন একবার করে গীতা পরারজন্য বিশেষ আহব্বান জানালেন বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জীউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস। প্রভু করুনেশ্বর মাধবদাসের উদ্দ্যোগে আজকে মন্দিরে গীতা যঞ্জের আয়োজন করাহয়। এই গীতাযঞ্জে রাজ্যের বিভিন্ন জায়গাথেকে ভক্তদের সমাগমঘটে। বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জীউ মন্দিরে গীতা জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আজকের এই গীতা যঞ্জ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন প্রভু করুনেশ্বর মাধব দাস। প্রভু জানান আজকের দিনে প্রভুজির উদ্দ্যোগে ১০০ জন ভক্তের মধ্যে গীতা দান করাহয়।
0 মন্তব্যসমূহ