Advertisement

Responsive Advertisement

আসাম পুলিশের হাতে আটক ত্রিপুরার তিন যুবক

অয়ন নাগ, ধর্মনগর, ২৮ ডিসেম্বর : ত্রিপুরা-আসাম বিকল্প জাতীয় সড়ক দিয়ে পাচার অসম পুলিশের হাতে আটক গাঁজা সহ ত্রিপুরা রাজ্যের তিন পাচারকারী। বুধবার অসমের করিমগঞ্জ জেলার কাঁঠালতলী পুলিশ ফাঁড়ির পুলিশ কুকিতল রাবার বাগান এলাকায় নাকা চেকিং এ বসে। নাকা চেকিং চলাকালীন এদিন রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ ত্রিপুরা থেকে টি আর০৫ ডি /০৬৫৫ নম্বরের একটি সাদা রঙের গাড়ি নাকা পয়েন্টে এলে গাড়িটি দাঁড় করায় কর্তব্যরত অসম পুলিশ। পরবর্তীতে গাড়ীতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ থেকে তিন প্যাকেটে মোট পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার করে অসম পুলিশ। সাথে আটক করা হয় সঞ্জয় দেবনাথ, শঙ্কর পাল ও নিরুপম নাথকে। অসম পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সঞ্জয় ও শঙ্করের বাড়ি ত্রিপুরার আগরতলায় এবং নিরুপমের বাড়ি উত্তর জেলার ধর্মনগরের বাঘন এলাকায়। তারা এই গাঁজা বিকল্প জাতীয় সড়ক ধরে কাঁঠালতলী হয়ে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ