আগরতলা, ১১ ডিসেম্বর : তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 'অন্তরীক্ষ অনুসন্ধান যাত্রা'র উদ্বোধন হলো সোমবার। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ফিতা কেটে এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি তিনিও ঘুরে দেখেন গোটা আয়োজন। তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং রোটারি ক্লাবের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে।
এই অন্তরীক্ষ অনুসন্ধান যাত্রা যানে রয়েছে স্পেস সেন্টার ISRO এর বিভিন্ন তথ্য সম্বলিত বার্তা।
রয়েছে ভারত কিভাবে চাঁদে পৌঁছে গেছে তার বিস্তৃত বিবরণী। এই ধরনের যাত্রা যাননের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দারুন জ্ঞানের ভান্ডার সংবরণ করতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন কল্যাণী রায় । এঅনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং রোটারি ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসাহের সঙ্গে ভিড় জমিয়ে নানা তথ্য জানছেন।
0 মন্তব্যসমূহ