আগরতলা, ২৫ ডিসেম্বর : গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত ব্রজেন্দ্র নগর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড থেকে এক অবৈধ অনুপবেশকারী বাংলাদেশী মহিলা আটক। কদমতলা থানা ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ ১৩৯ ব্যাটেলিয়ানের জওয়ানরা যৌথ ভাবে অভিযান চালিয়ে মহিলাকে আটক করে। ধৃত মহিলার নাম জনী রানী দাস, বয়স ২৫ বছর, বাবার নাম বীরেন্দ্র দাস। বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন হাকালুকি এলাকায় বলে জানিয়েছে। কদমতলা থানার অন্তর্গত ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর ৫০এর সুধাংশু দাস বাংলাদেশে যায়। সেখানে ঐ মহিলার সাথে পরিচয় হয়। অবশেষে চলতি মাসের রবিবার সুধাংশু দাস আবার বাংলাদেশে গিয়ে স্থানীয় জগন্নাথ মন্দিরে ঐ মহিলাকে বিয়ে করে অবৈধ ভাবে ত্রিপুরায় নিয়ে আসে বলে পুলিশ জানিয়েছে। সুধাংশু দাসের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ