আগরতলা, ১৫ ডিসেম্বর: নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ এস-কাফ উদ্ধার করে। শুক্রবার পশ্চিম জেলার অন্তর্গত আমতলী থানার পুলিশ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মতিনগর এলাকার বাসিন্দা ভিকি মজুমদারের বাড়ি থেকে এই নেশা সামগ্রী গুলি উদ্ধার হয়। এগুলি বস্তার মধ্যে লুকিয়ে রাখা ছিল। সব মিলিয়ে মোট ২ হাজার ৯০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয় বলে জানিয়েছেন আমতলী এলাকার মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত। এদিন উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলির বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। সেই সঙ্গে ভিকি মজুমদারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশিস দাশগুপ্ত। তার বিরুদ্ধে NDPS আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ