Advertisement

Responsive Advertisement

বিশ্ব এইডস দিবসকে কেন্দ্র করে শান্তির বাজারে এক রেলি

শান্তিরবাজার, ১ডিসেম্বর : ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এদিন দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে শান্তির বাজার মহকুমার ডিগ্রীকলেজ, শান্তিরবাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয় ও বালিকা দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে শান্তির বাজারে এক রেলি সংগঠীত করাহয়। শান্তির বাজার মুকুট অডিটরিয়াম প্রাঙ্গনথেকে এই রেলিটি শুরুহয়। রেলিটি শান্তির বাজার শহরের পথ পরিক্রমাকরে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠেগিয়ে সমাপ্তিহয়। আজকের এই রেলিকরার পিছনে মূল কারন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস। কি কারনে এইডস হচ্ছে এবং কিভাবে এইডস থেকে রক্ষা পাওয়া যায় তা জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি জানান এইডস কোনো ছোয়াছুয়ি রোগ নয়। লোকজনদের মধ্যে ভূল ধারনা রয়েছে এইডস ছোয়াছুয়ি রোগ এটা সত্য না। একই সাথে থাকলে, একই থালায় খেলে এইডস ছরায়না। তাই এইডস সম্পর্কে লোকজনদের সচেতন করতে আজকের এই রেলি সংগঠিত করাহয়। অপরদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান দক্ষিন জেলায় শান্তির বাজারে সবচেয়ে এইডসে আক্রান্তের সংখ্যা অনেকবেশি। একই সিরিঞ্জ নিয়ে নেশা করার ফলে এইডসের আক্রমন বৃদ্ধীপেয়েছে। শান্তির বাজারে এইডসের সংখ্যা বেশিহবার কারনে এই এলাকায় আজকে রেলিকরাহয়েছেবলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ