আগরতলা, ২৬ ডিসেম্বর: প্রতি বছরের ন্যায় আগরতলা পুর নিগমের তরফে এবছর শারদ সম্মানের জন্য নির্বাচিত ২১টি ক্লাব ও পূজা উদ্যোক্তাদের নাম বুধবার ঘোষণা করা হবে। এবার সেরা মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, থিম ও মহিলা পরিচালিত পূজাকে সেরার সেরা পুরষ্কার হিসেবে সুদৃশ্য ট্রফি এবং ৫০ হাজার টাকা দেওয়া হবে। তাছাড়া আগরতলা পুর নিগমের ৪টি জোনের মধ্যে ৫১ টি ওয়ার্ড থেকে ৪টি করে মোট ১৬টি পুরস্কার দেওয়া হবে মণ্ডপ, প্রতিমা, থিম ও আলোক সজ্জায়। সেই সঙ্গে দেওয়া হবে ২৫ হাজার টাকা করেও। আগামী ৩০ডিসেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুর নিগমের শারদ সম্মান তুলে দেওয়া হবে পূজা উদ্যোক্তাদের হাতে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমাজসেবী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শারদ সম্মান নিয়ে মঙ্গলবার বিশেষ বৈঠক হয় পুর নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ডেপুটি কমিশনার সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর ও আধিকারিকরা। বৈঠক শেষে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।
0 মন্তব্যসমূহ