আগরতলা, ৬ ডিসেম্বর : ৩৪তম শিল্প ও বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বুধবার সচিবালয়ে ৩নং কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীণা রানী সরকার সহ শিল্প ও বাণিজ্য সহ অন্যান্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা। ৩৪তম শিল্প ও বাণিজ্য মেলাকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক।
0 মন্তব্যসমূহ