Advertisement

Responsive Advertisement

১০০ যুবক-যুবতীকে শিল্প উদ্যোগী হওয়ার জন্য উৎসাহিত করলেন নবাদল বণিক

আগরতলা, ২২ ডিসেম্বর : রাজ্যে যুব-যুবতিদের আত্মনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে। "যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা" এই কর্মসূচীর অংশ হিসেবে রাজ্যের প্রতিটি জেলা থেকে ১০০ যুবক-যুবতীকে নিয়ে এসে বোধজংনগর শিল্প নগরী ঘুরিয়ে দেখানো হচ্ছে। এই কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সিপাহীজলা জেলা থেকে ১০০জন যুবক-যুবতীদের শিল্প স্থাপনে অভিজ্ঞতা সঞ্চয়মূলক ভ্রমণ ও উৎসাহবর্ধক কর্মশালার আয়োজন করা হয়। ত্রিপুরা শিল্প ও উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক এই সব যুব-যুবতীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে চাকরি দাতা হিসাবে নিজেদের আত্মনির্ভরতার পথে অগ্রসর করার আহ্বান রাখেন। এদিনের এই কর্মসূচিতে চেয়ারম্যানের পাশাপাশি শিল্প উন্নয়ন নিগমের আধিকার বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।যুবক যুবতীরাও শিল্প তালুকের বিভিন্ন কারখানা ঘুরে দেখে উৎসাহিত হন এবং রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ