বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ ডিসেম্বর : রবিবার বিকেল বেলায় জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবর যায় জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে আসা হয়েছে। ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায় জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনদের কাছ থেকে পুলিশ জানতে পারে মৃতব্যক্তি উত্তর জোলাইবাড়ীর কাকুলিয়ার বাসিন্দা তরন নমঃ(৫৮)। এদিন সকালে লাকড়ী সংগ্রহ করতে জঙ্গলে যায়। সেখানে লাকড়ী সংগ্রহ করতে গিয়ে গাছথে কে পড়ে গিয়ে তরন নমঃ মৃত্যুর মুখে ঢলে পড়ে বলে সন্দেহ করছে সকলে।
মৃতদেহ ময়না তদন্তের পর উঠেআসবে মৃত্যুর আসল রহস্য। আগামীকাল মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। তরন নমঃ এর মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি খোকন কুমার দাস।
0 মন্তব্যসমূহ