Advertisement

Responsive Advertisement

১২নং ওয়ার্ডের নেতাজি ক্লাব সংলগ্ন প্রস্তাবিত পাম্প হাউস নির্মাণস্থল পরিদর্শন করলেন কর্পোরেটর


আগরতলা, ২৮ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের ১২নং ওয়ার্ডের অন্তর্গত অভয়নগর এলাকার বাসিন্দাদের পানীয় জলের সুবিধার কথা চিন্তা করে একটি পাম্প হাউজ গড়ে তোলা হবে। এটি নেতাজী ক্লাব সংলগ্ন এলাকায় নির্মাণ করা হবে। নদীর জল শোধনাগার জন্য পাম্প হাউজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জায়গাটি সরে জমিনে পরিদর্শন করা হয়। এই পরিদর্শনে ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি কমিশনার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন আধিকারিকরা। সত্বর পাম্প হাউজ নির্মাণের কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেন সান্তনা সাহা। পাম্প হাউস নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। মানুষের সুবিধার কথা চিন্তা করে এই জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন সান্তনা সাহা নিজে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ