আমরা সকলেই এখন ছবি তোলি, বিশেষ করে স্মার্ট ফোন আসার পর আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ছবি তোলে রাখি। মাত্র কয়েক ইঞ্চি আকারের ও পকেটে ঢুকিয়ে রাখা যায় এমন ফোন দিয়ে কি বড় বড় আকারের ছবি তোলা সম্ভব হচ্ছে। গবেষকরা প্রতিনিয়ত চেষ্টা করছেন কি করে ছোট ক্যামেরা দিয়ে বিশাল আকারের ছবি তোলা যায়। আপনার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় ক্যামেরার আকার কত বড় হতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার SLAC ন্যাশন্যাল এক্সিলারেটর ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ক্যামেরা। এই ক্যামেরাটি ১ দশমিক ৬৫ মিটার লম্বা। ওজন প্রায় তিন টন। এই ক্যামেরার সাহায্যে প্রায় ২৪ কিলোমিটার দূরে থাকা একটি ক্রিকেট বলের স্পষ্ট ছবি তোলা যাবে। এছাড়াও দৃশ্যমান বস্তুর চেয়ে ১০ কোটি গুণ অনুজ্জ্বল ছবিও তুলতে পারবে এই জাম্বো ক্যামেরা। এর সাহায্যে আগামী ১০ বছরে বিজ্ঞানীরা প্রায় ২ হাজার কোটি গ্যালাক্সি গবেষণা করতে পারবেন। ক্যামেরাটির একটি নামও দেওয়া হয়েছে ইতিমধ্যে "লিগ্যাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম"। এটি তৈরি করতে সাত বছরের বেশি সময় লেগেছে গবেষকদের। এর সাহায্যে ৩ হাজার ২০০ মেগাপিক্সেলের ছবি তোলা যায়, যা আইফোন থার্টিন এর ক্যামেরার চেয়ে ৬৭ গুণ বেশি স্পষ্ট। লেন্সটি বিশ্বের সবচেয়ে বড় এবং উঁচু ক্যামেরার লেন্স হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছে। এই ক্যামেরার মাধ্যমে বিজ্ঞানীরা মহাশূন্যের এমন অজানা অধ্যায় গবেষণা করতে পারবেন, যা আগে কখনো সম্ভব হয়নি। বিশাল এই ক্যামেরা রাখা হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলির আন্দিজ পর্বতমালার উপর।
0 মন্তব্যসমূহ