এই লক্ষ্যমাত্রাকে অর্জনের জন্য বুধবার দুপুরে সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলঘরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ও খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর-এর যৌথ উদ্যোগে রাজ্যের ৪৯টি ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে চলমান ধান ক্রয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখতে সারা রাজ্যের বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ-অধিকর্তাগণ, কৃষি তত্ত্বাবধায়কগণ এবং খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আহুত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী কনফারেন্সে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে চলমান ধানক্রয়ের সাথে যুক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন এবং তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
0 মন্তব্যসমূহ