আগরতলা, ২৩ ডিসেম্বর : সাম্প্রতিককালে রাজ্যের কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে স্কুলের প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই সংবাদগুলোকে গুরুত্ব দিয়ে শিক্ষা দপ্তর ইতিমধ্যে পরীক্ষার উপর স্থগিতাদেশ জারি করেছে। এবার প্রি-বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে এবার সরব হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। শনিবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি মোঃ শাহজাহান ইসলাম এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন অবিলম্বে শিক্ষা দপ্তর যেন এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দপ্তরকে পদক্ষেপ গ্রহণেরও আহবান জানান তিনি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরাও এদিন উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ