আগরতলা, ২৯ ডিসেম্বর : আজকের যুব সম্প্রদায়কে নেশার পথ থেকে সরে খেলাধুলার মাধ্যমে এক সু্স্থ ও স্বচ্ছ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বানকে সামনে রেখে আগরতলার প্রতাপগড়স্থিত গ্রীন অ্যারো ক্লাব বিশেষ উদ্যোগ নিয়েছে। তারা কর্পোরেট ক্লাব ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার সন্ধ্যায় এর শুভ উদ্বোধনী পর্ব আনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন প্রদেশ ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং প্রদেশ ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত রাজ্য যুবমোর্চার সভাপতি তথা ত্রিপুরা শিল্প ও উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচাৰ্য, ক্লাব সম্পাদক তথা প্রদেশ ভারতীয় জনতা যুবমোর্চার সম্পাদক রঘুনাথ লোধ, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।
0 মন্তব্যসমূহ