আগরতলা, ১ ডিসেম্বর : ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল সর্বভারতীয় মহিলা কংগ্রেস কমিটি। দিল্লি থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবে রয়েছেন সর্বানী ঘোষ চক্রবর্তী। ৫ অথবা ৬ডিসেম্বর প্রদেশ মহিলা কংগ্রেসের সকল সদস্যাদের নিয়ে প্রদেশ সভা নেত্রী বৈঠকে বসবেন এবং আগামী দিনের আন্দোলন কর্মসূচি স্থির করবেন বলে জানা গিয়েছে। সভানেত্রী হিসেবে সর্বানী ঘোষ চক্রবর্তীর দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে গোটা টিম। আগামী দিনে এই টিমে আরো গতি আসবে বলে অভিমত কর্মী সমর্থকদের। দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে সভানেত্রী রাজ্যের মহিলাদের স্বার্থে বেশ কিছু আন্দোলন কর্মসূচি করে নিয়েছেন। এর ফলে শুধুমাত্র রাজধানী আগরতলা নয় রাজ্যের অন্যান্য জায়গাতেও মহিলা কংগ্রেস সদস্য সমর্থকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।
0 মন্তব্যসমূহ