আগরতলা, ৯ ডিসেম্বর : দেশের সবচেয়ে প্রাচীন দল বলে দাবি করে কংগ্রেস। কিন্তু বর্তমানে এই দলের করুন অবস্থা। দিকে দিকে এর রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। পাঁচ রাজ্যের নির্বাচনে দলের ভরাডুবির পর যেন বিপর্যয় নেমে এসেছে। প্রায় প্রতিদিন ভাঙ্গন দেখা যাচ্ছে কংগ্রেস শিবিরে। এই ভাঙ্গনের বাইরে নয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এবার কংগ্রেস দলের তেলিয়ামুড়ার অন্যতম পরিচিত মুখ গৌরী শংকর রায় হাতে নিলেন পদ্ম।
কংগ্রেস দলের এই পুড় খাওয়া নেতাকে পদ্ম শিবিরে নিয়ে আসার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি হচ্ছেন তেলিয়ামুড়া এলাকার জননেত্রী বলে পরিচিত এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। শনিবার বিজেপির তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে ২০১৩ সালের তেলিয়ামুড়া বিধানসভার কংগ্রেসের বিজিত প্রার্থী ও কংগ্রেস নেতা গৌরী শংকর রায় ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি দলে যোগদান করেন। দলীয় পতাকা হাতে দিয়ে গৌরী শংকর রায়কে ভারতীয় জনতা পার্টির পরিবারের স্বাগত জানান নেত্রী কল্যাণী রায়। এদিনের এই নেতার যোগদানের ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তেলিয়ামুড়া এলাকায় বিজেপি তাদের শক্তিকে আরো অনেকটাই বৃদ্ধি করতে সক্ষম হয়েছে বলে অভিমত রাজনৈতিক সচেতন মহলের। অপরদিকে গৌরী শংকর রায় জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের কর্মযজ্ঞে অংশীদার হওয়ার জন্য কল্যাণী রায়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি বিজেপির পতাকা তলে শামিল হয়েছেন।
0 মন্তব্যসমূহ