কৈলাসহর, ৩১ ডিসেম্বর : একটি সাধারণ যাত্রীবাহী গাড়ীকে এম্বুলেন্স সাজিয়ে গাঁজা পাচারের চেষ্টা করছিল একদল পাচারকারী কিন্তু। তাদের এই চেষ্টা ব্যর্থ করে দিল ত্রিপুরা পুলিশ। ঘটনার বিবরণ দিতে গিয়ে কৈলাসহ মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে রবিবার দুপুরে সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক ফিরোজ মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ভোরবেলা রুটিন তল্লাশিতে বেরিয়ে ছিলেন। কৈলাশহর কামরাঙ্গা বাড়ি এলাকায় টহল দেওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স গাড়িতে তাদের নজর পড়ে। গাড়িটি দেখে তাদের সন্দেহ হলে তারা গাড়িটির পিছু ধাওয়া করেন। তাদের দেখে চালক গাড়িটিকে ফেলে রেখে পালিয়ে যায়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫৩টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ২০লাখ টাকা। গাড়ির ভেতর থেকে তিনটি ভুয়া নাম্বার প্লেটও উদ্ধার করা হয়। পরবর্তী সময় গাঁজার প্যাকেটসহ গাড়ীটিকে কৈলাশহর থানায় নিয়ে আসা হয়। গাড়ির সূত্র ধরে পাচারকারীদের জালে তোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
0 মন্তব্যসমূহ