অয়ন নাগ, ধর্মনগর, ২৬ ডিসেম্বর : আবারো ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের সময় আটক এক ব্যক্তি। মঙ্গলবার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, গোপাল খবরের ভিত্তিতে এদিন আসাম-ত্রিপুরা সীমান্ত সংলগ্ন চুরাইবাড়ী থানার পুলিশ ৮নম্বর জাতীয় সড়ক দিয়ে বহিঃরাজ্যগামী একটি ১২ চাকার ট্রাকে তল্লাশি চালালে ৪৭প্যাকেটে ২৫০কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।
তল্লাশিকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, DCM অমর চাঁদ বিশ্বাস ও সঞ্জীব দেবনাথ। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আরো জানান ট্রাকের চালক ও মালিক সুরজিৎ মজুমদারের বাড়ী আগরতলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ত্রিপুরা থেকে গাঁজাগুলি গৌহাটিতে নিয়ে যাওয়া পরিকল্পনা ছিল তার। কালো বাজারে গাঁজাগুলির মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। গ্রেপ্তার করে চালকের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
0 মন্তব্যসমূহ