Advertisement

Responsive Advertisement

অদ্বৈত মল্লবর্মনের জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো


আগরতলা, ১২ ডিসেম্বর: পৃথিবীতে এমন খুব কম সংখ্যক লোক রয়েছেন যারা মাত্র একটি অথবা দুটি উপন্যাস লিখে বিখ্যাত হয়েছেন। এই কম লোকেদের তালিকার মধ্যে রয়েছেন অদ্বৈত মল্লবর্মণ। 'তিতাস একটি নদীর নাম' কালজয়ী এই উপন্যাসটি লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করেন। এই সাহিত্যিকের শৈশব কেটেছে ত্রিপুরার সোনামুড়া মহকুমার  মেলাঘরের কেমতলী এলাকায়।
প্রতিবছরই রাজ্যে তার জন্ম দিবস যথাযোগ্য ভাবে পালন করা হয়। এবছরে উনার ১১০ তম জন্মবার্ষিকী পালন করা হবে। মেলাঘরের কেমতলীস্থিত অদ্বৈত মল্লবর্মণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আগামী বছরের ১ জানুয়ারি থেকে অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার প্রস্তুতি হিসেবে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জিলা সভাধিপতি, সিপাহীজলা জিলা সভাধিপতি প্রমুখ। এ বছরও জাঁকজমকপূর্ণভাবে এই মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ