আগরতলা, ৭ ডিসেম্বর :নিপকো'র ডাইরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রাজেশ কুমার ঝা সাক্ষাৎ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে।
ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রাজেশ কুমার ঝা যিনি বর্তমানে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন তথা নিপকো'র ডাইরেক্টর (পার্সোনাল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে এসে পর্যটন, পরিবহন, খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিসে এসে সৌজন্য স্বাক্ষত করেন।
মেজর জেনারেল রাজেশ কুমার ঝা মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সৌজন্য বিনিময় করেন। সেই সঙ্গে ত্রিপুরাসহ উত্তরপূর্বাঞ্চলে বিদ্যুৎ উৎপাদনে নিপকো'র অবস্থান এবং ভূমিকা নিয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে।
0 মন্তব্যসমূহ