আগরতলা, ১৭ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের ১২ নাম্বার ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা এলাকার উন্নয়ন মূলক কাজ নিয়মিত ভাবে এবং যথা সময়ে শেষ করার জন্য সব সময় গুরুত্ব দেন। পাশাপাশি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গোটা ওয়ার্ড এলাকায় নিয়মিত জনসংযোগ কর্মসূচি। তিনি সপ্তাহের বেশিরভাগ তিনি ওয়ার্ড এর কোন না কোন এলাকায় গিয়ে স্থানীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এর অংশ হিসেবে তিনি রবিবার রাধানগর এলাকা পরিদর্শন করেন।
এলাকা পরিদর্শন করেন এবং নাগরিকরা কে কেমন আছেন জানার চেষ্টা করেন। তাদের কোন সমস্যা হচ্ছে কিনা বাকি চাহিদা রয়েছে তাও জানার চেষ্টা করেন। যদি কোন সমস্যা থাকে সম্ভব হলে তৎক্ষণাৎ এই সমস্যাগুলো সমাধান করে দেন, আর তা না হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো সমাধান করে দেন তিনি। এইজন্য গোটা ওয়ার্ল্ডে তার জন্য তার ব্যাপক প্রিয়তা রয়েছে।
0 মন্তব্যসমূহ