আগরতলা, ২৭ ডিসেম্বর: কাটস ইন্টারন্যাশনাল, ইউ এস কনসুলেট ও আগরতলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় শুরু হয় এই কর্মশালা। তথ্য সমৃদ্ধ খবর সংগ্রহ এবং প্রকাশ নিয়ে যেমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তেমনি ভুয়ো তথ্য ও খবর চিহ্নিত করার আধুনিক পদ্ধতি নিয়ে ও প্রশিক্ষণ দেওয়া হয়। খবর সংগ্রহ করার ক্ষেত্রে ভুয়ো তথ্য অনুধাবন সহ তথ্য সাহিত্যে দক্ষতা অর্জন, খবর সংগ্রহ স্থলে অসহযোগিতা এড়িয়ে খবর সংগ্রহ করা এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গঠনমূলক তথ্য প্রকাশ করা ইত্যাদি বিষয় নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্বোধনী পর্বে ছিলেন কাটস ইন্টারন্যাশনালের কলকাতার নীতি বিশ্লেষক সুচরিতা ভট্টাচার্য এবং প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। দুই ঘন্টার প্রশিক্ষণ দিয়েছেন প্রডিউসার ওয়ার্কারশপ এবং ট্রেনিং বুম লাইন এর তরফে দিব্যা চন্দ্রা। কাট ইন্টারন্যাশনলের তরফে আলোচনা করতে গিয়ে সুচরিতা ভট্টাচার্য বলেন, ইন্দো - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই শুরু হয়েছে এ ধরনের কর্মশালা। এ ধরনের কর্মশালার মধ্য দিয়ে কলকাতাতেও এসেছে সাফল্য। আগরতলায় এধরনের কর্মশালার আয়োজনের মূল লক্ষ্যই মিডিয়ার সাহিত্যে দক্ষতা বৃদ্ধি। আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, অনেক সময় ভূয়ো তথ্য আমাদের সমস্যায় ফেলে দেয়।সাংবাদিকদের দৈনন্দিন কাজে ভূয়ো তথ্য পরিবেশন অনেক সময় সমাজে মারাত্মক প্রভাব বিস্তার করে।এর থেকে নিজেদের মুক্ত রাখতে এই ধরনের কর্মশালা বিশেষ গুরুত্বপূর্ণ। আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের কর্মশালায় অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সহ সম্পাদক অভিষেক দে।
0 মন্তব্যসমূহ