Advertisement

Responsive Advertisement

ভারতীয় পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী: সভাপতি

আগরতলা, ৩১ ডিসেম্বর : রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ১০৮ তম মন কি বাত অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা দেশের সঙ্গে রাজ্যের প্রতিটি মহকুমাতেই মন কি বাত অনুষ্ঠান শোনার কার্যক্রমের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্র কেন্দ্রের অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বুথে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শোনার কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
 অনুষ্ঠান শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ২০২৩ সালের সর্বশেষ মন কি বাত অনুষ্ঠান এদিন সকলে মিলে শুনেছেন। রাজ্যের প্রতিটি বুথে বুথে এই অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়েছে। ১৪বাধারঘাট বিধানসভা কেন্দ্র কেন্দ্রের ৪৬ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বুথে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শোনার কর্মসূচিতে উপস্থিত হয়ে কার্যকর্তাদের সঙ্গে বসে তিনি শুনেছেন প্রধানমন্ত্রীর কথা। এদিনের এই কর্মসূচি শোনার সময় প্রদেশ সভাপতির সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ীকা মীনা রানী সরকার, কর্পোরেটর, মন্ডল সভাপতিসহ অন্যান্য নেতৃত্বও কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এদিন মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোকাল ফর লোকালের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সঙ্গে যোগা সহ অন্যান্য শারীরিক কসরত করার জন্য আহবান জানিয়েছেন সকলকে। ভারতীয় আবেগকে জাগরিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলে অভিমত ব্যক্ত করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী দেশের প্রতিভাবান মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তা সকলের সামনে তুলে ধরেছেন। সব মিলিয়ে তিনি ভারতীয় পরম্পরাকে সকালের সামনে নিয়ে আসার জন্য বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছেন এবং আগামী দিনে চলার পথ নির্দেশিকা দিচ্ছেন বলেও অভিমত ব্যক্ত করেন প্রদেশ সভাপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ