Advertisement

Responsive Advertisement

বিলোনিয়াতে তপশীলি জাতি কল্যাণ, প্রানী সম্পদ বিকাশ এবং মৎস দপ্তরের বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৯ ডিসেম্বর : মঙ্গলবার দক্ষিণ জেলার বিলোনিয়াতে তপশীলি জাতি কল্যাণ দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস দপ্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পৌরোহিত্য করেন মন্ত্রী সুধাংশু দাস। দক্ষিণ জেলার সকল দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে এদিন দ্বিতীয় পর্যায়ের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক হয়। 
দক্ষিণ ত্রিপুরা জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ ,ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ও জেলাকে স্বনির্ভর করে তুলতে। সেই সঙ্গে সমাজের তপশিলি জাতি অংশের মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দিতে সরকারি আধিকারিকদের নিদের্শ প্রদান করেন মন্ত্রী বলে জানিয়েছেন। বিলোনিয়ায় সার্কিট হাউসের কনফারেন্স হলে এতিমের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ