তাই আজ ঐ এলাকায় অন্য অফিসারের নেতৃত্বে সফল ভাবে গাঁজা ধ্বংসের অভিযান করেন। সাথে ছিল বিশাল টিএসআর বাহীনি, মহিলা টিএসআর পুলিশ বিএসএফ মিলে আজ গাঁজা মাফিয়াদের প্রায় ২০ হাজার গাঁজা গাছ কাটা হয়। উত্তর কলমচৌড়া এলাকার বাগানবাড়ি টিলায় কিছু বাংলাদেশ থেকে এসে কিছু লোক আশ্রয় নেয় তারা গত কয়েকবছর যাবৎ এলাকায় গাঁজা চাষ, চুরি এই সমস্ত অসামাজিক কর্ম কান্ড করে আসছে বলেও অভিযোগ। তাই আজ গোপন খবর পেয়ে কলমচৌড়া থানার অধিকারিক বিদ্যা দেববর্মা ও সুপ্রতিম দে এস আই তারা সফল অভিজান করেন। প্রায় কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ কাটা হয় এদিন।
0 মন্তব্যসমূহ