Advertisement

Responsive Advertisement

অবশেষে কলমচৌড়া থানার পুলিশ গাঁজা বাগান ধ্বংস করতে সব কম হলো

বক্সনগর, ১০ডিসেম্বর : সোনামুড়া মহাকুমার  কলমচৌড়া থানার পুলিশ উত্তর কলমচৌড়া এলাকায় গত ৫/৬ দিন আগে গাঁজা গাছ কাটতে গিয়ে বাধা প্রাপ্ত হয়ে ফিরে এসে ছিলেন। কিন্তু রবিবার সফল অভিযান করলে ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা ও এস আই সুপ্রতিম দে। গত কিছু দিন আগে গাঁজা কাটতে গিয়ে বাধার সম্মুখীন ওসি ও তার দল বলে অভিযোগ। জানা যায় এলাকার কয়েকশ মহিলা মিলে আক্রমনের চেষ্টা করে ওসি পুলিশের উপর।
তাই আজ ঐ এলাকায় অন্য অফিসারের নেতৃত্বে সফল ভাবে গাঁজা ধ্বংসের অভিযান করেন। সাথে ছিল বিশাল টিএসআর বাহীনি, মহিলা টিএসআর পুলিশ বিএসএফ মিলে আজ গাঁজা মাফিয়াদের প্রায় ২০ হাজার গাঁজা গাছ কাটা হয়। উত্তর  কলমচৌড়া এলাকার বাগানবাড়ি টিলায় কিছু বাংলাদেশ থেকে এসে কিছু লোক আশ্রয় নেয় তারা গত কয়েকবছর যাবৎ এলাকায় গাঁজা চাষ, চুরি এই সমস্ত অসামাজিক কর্ম কান্ড করে আসছে বলেও অভিযোগ। তাই আজ গোপন খবর পেয়ে কলমচৌড়া থানার অধিকারিক বিদ্যা দেববর্মা ও সুপ্রতিম দে এস আই তারা সফল অভিজান করেন। প্রায় কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ কাটা হয় এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ