আগরতলা: ২২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গঠনের আহ্বানে সাড়া দিয়ে রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। এর প্রেক্ষিতে নিষিদ্ধ কফ সিরাপ এস-কাফসহ বোধজংনগর থানার পুলিশের জালে আটক এক। তাকে খয়েরপুর বাইপাস সড়ক থেকে আটক করেছে পুলিশ, সেই সঙ্গে আটক করা হয়েছে একটি গাড়ি।
বোধজংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার সংবাদ মাধ্যমকে, জানান বৃহস্পতিবার রাতে খয়েরপুর ফাঁড়ি থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খয়েরপুর বাইপাস এলাকায় একটি গাড়ি থেকে কিছু নিষিদ্ধ সামগ্রী আনলোডিং করা হচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে খয়েরপুর ফাঁড়ি থানার ওসি পুলিশ কর্মীদের নিয়ে ঘটনা স্থলে ছুটে যায়। সেখানে গিয়ে দেখতে পান একটি কন্টেইনার গাড়ি থেকে বেশকিছু নিষিদ্ধ কফ সিরাপ এস-কাফ আনলোডিং করা হচ্ছে। অভিযান চালিয়ে মোট ১২কার্টুন এস-কাফ উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় গাড়ির চালক জোগেন হাজারিকা নামে আসামের এক বাসিন্দাকে। উদ্ধার হওয়া কফ সিরাপের কালোবাজারি মূল্য ৯ লক্ষ টাকার বেশী কন্টেইনার গাড়িটি বহিঃরাজ্য থেকে রাজ্যে এসেছে। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত গাড়ি চালককে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। কোথা থেকে এই নেশা সামগ্রী গুলি আনা হয়েছে, এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
0 মন্তব্যসমূহ