আগরতলা, ২৫ ডিসেম্বর : সারা দেশের সঙ্গে মঙ্গলবার রাজ্যেও "বীর বাল দিবস" উদযাপন করা হবে। রাজ্য ভিত্তিক এই অনুষ্ঠানটি হবে চাঁমারী এলাকায়, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজে। সোমবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন প্রাক্তন বিধায়ক এবং বিজেপি নেতা ডা দিলীপ কুমার দাস। এই দিবসের তাৎপর্য তুলে ধরতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন দীর্ঘ মোঘল এবং ব্রিটিশ শাসনের পর দেশের ইতিহাস অনেকটাই পরিবর্তন করে সকলের সামনে তুলে ধরা হয়েছে। মোঘল এবং ব্রিটিশদের কথা ইতিহাস বইতে উল্লেখ করা হলেও ভারতীয় অনেক বীরের বিষয়ে লেখা হয়নি। দশম গুরু গুরুগোবিন্দ সিং এর চার ছেলে
১৭০৪ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব দিলে মোহাম্মদ নামের জোরপূর্বক মুসলিম ধর্মান্তকরণ অভিযান চালিয়ে ছিলেন। এই নিয়ে দশম গুরু গোবিন্দ সিংহের সঙ্গে ঔরঙ্গজেবের একাধিকবার যুদ্ধ হয়েছে। একবার টানা চার মাস ধরে দূর্গে আটকে রেখে ছিল। তারপর একসময় গুরু গোবিন্দ সিংকের পরিবারসহ অন্যত্র সরে যাওয়ার সুযোগ দেওয়া নাম করে ঔরঙ্গজেব এবং তার সহযোগীরা আক্রমণ চালায় তখন গুরু গোবিন্দ সিং তার বড় দুই ছেলেদেরকে নিয়ে যেতে সক্ষম হলেও ছোট দুই ছেলেকে নিয়ে যেতে পারেননি। তখন ঔরঙ্গজেবের সেনারা তাদেরকে ধরে বরবটি দেখায় এবং ধর্মান্তরিতকরণের চেষ্টা করে। কিন্তু তারা কোন ভয়ের সামনে মাথা নত না করে ধর্ম রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। মাত্র সাত এবং নয় বছরের দুই ছেলে নিজের ধর্ম রক্ষার জন্য আত্মত্যাগ করেছে, এই বিষয়টি আমাদের ইতিহাস বইতে কখনো আসেনি। ২০২২সালের ৯জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন যে, ২৬ ডিসেম্বর যে দিন ধর্ম রক্ষার জন্য যে দুই বীর কিশোরকে শহীদ হতে হয়েছিল এই দিনটিকে বীর বালক দিবস হিসেবে পালন করা হবে। মঙ্গলবার সকাল সাতটায় চানমারি স্কুল থেকে ছাত্রদেরকে নিয়ে গুরুদোয়ারা পর্যন্ত রেলি করে যাওয়া হবে এবং বীর শহীদ কিশোরদের উপর নির্মিত সিনেমা দেখানো হবে। এই কর্মসূচিতে অধ্যাপক ডা মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্যে প্রতিটি মন্ডলে এই উপলক্ষে কর্মসূচি পালন করা হবে। এই দিনটি আগামী দিনে শিশুদের দিবস হিসেবেও পালিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখপাত্র অস্মিতা বণিকও।
0 মন্তব্যসমূহ