Advertisement

Responsive Advertisement

শিক্ষকের দাবীতে স্কুলে তালা লাগিয়ে পথ অবরোধে বসে ছাত্র ছাত্রীরা

বিশ্বেশ্বরম মজুমদার, শান্তিরবাজার, ৬ ডিসেম্বর: দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুড়াসিং পাড়ায় নিশিকুমার মুড়াসিংপাড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ইংরেজি, এডুকেশন ও ইতিহাস এই তিনটি বিষয়ে শিক্ষক সল্পতা রয়েছে বলে অভিযোগ স্কুলের ছাত্র-ছাত্রীদের। ২০২৩ সালে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন, ২০১৮ সালে এই বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন ও ২০২০ সালে এই বিদ্যালয়ের এডুকেশন বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন। এই তিনটি বিষয়ের শিক্ষকের এই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় প্রয়ানের পর বিদ্যালয়ে নতুনকরে শিক্ষক নিয়োগ করা হয়নি। বর্তমান সময়ে বিদ্যালয়ে ২৩২ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
এই তিনটি বিষয়ের শিক্ষক না থাকার কারনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বিশেষ অসুবিধার সন্মখিন হতেহচ্ছে। অবশেষে বুধবার শিক্ষকের দাবীতে বিদ্যালয়ে শিক্ষকদের তালাবন্ধীকরে এলাকার যাতায়তের রাস্তায় অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। অবরোধের খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয় থেকে ডিসিএম সোমেন দেব। সংবাদ লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেনি ছাত্রছাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ