Advertisement

Responsive Advertisement

মেলাঘরের নেতাজি চৌমুহনীতে সাহসিক চুরি, জনমনে আতঙ্ক


মেলাঘর, ১৬ ডিসেম্বর : সিসি ক্যামেরা, বাজারে পাহারাদার, জনঘনত্ব এলাকা, তাছাড়া দিনের আলোর মতন, পুরো চৌমহনি রাতের বেলা আলো ঝলঝল করে, এরপরও দুঃসাহসিক চুরি করলো একটি দামি রেস্টুরেন্ট চোরের দল। ঘটনা মেলাঘর, নেতাজি চৌমুহনী। ঘটনা বিবরণে জানা যায়, দোকানের মালিক, ও তার ছেলে, আজকে বারোটার দিকে, দোকান খুলে দেখতে পান, দোকানের তালা, এবং ছিটকারি, নির্দিষ্ট জায়গাতে নেই। দোকানে ঢুকে, দোকানের মালিক ও তার ছেলে, দেখতে পান পুরো দোকান লন্ডভন্ড হয়ে রয়েছে, এরপর তাদের বুঝতে বাকি রইল না, তাদের দোকানে চুরি হয়েছে, চোরের দল, ঐ রেস্টুরেন্ট থেকে দুটি সিলেন্ডার নিয়ে যায়, যদিও চুড়িটি, বেশি টাকার চুরি নয়, কিন্তু তারপরও চুরি। প্রশ্ন হচ্ছে, এত জনঘনত্ব এলাকা, বাজারের পাহারাদার, সিসি ক্যামেরা, রাতের বেলা,দিনের বেলার মতন আলো এর পরেও চোরের দল কি করে চুরি করল। সিলিন্ডার দুটি তো, হালকা বস্তু নয়, অবশ্যই সিলিন্ডার চুরি করার ক্ষেত্রে, অন্য অন্য চরিত্র তুলনা, সময় হতো একটু বেশি নিতে পারে। কিন্তু ওই সময় বাজারে পাহারা দল, কোথায় ছিল, এই নিয়ে কিন্তু মানুষ সন্দেহ করছে। ইতিমধ্যে ঘটনাস্থলে, মেলাঘর থানার পুলিশ, ও বাজার কমিটি, পরিদর্শন করেছেন। এখন দেখা যাক পুলিশি তদন্তে, চোরের কোন হদিস পাওয়া যায় কিনা সেটা সবচেয়ে বড় বিষয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ