Advertisement

Responsive Advertisement

প্রাক্তন কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধীর জন্ম দিবস পালিত আগরতলার কংগ্রেস ভবনে

আগরতলা, ৯ ডিসেম্বর: জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর ৭৭ তম বর্ষে পদার্পন করলেন। এই উপলক্ষে শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উ‍দ‍্যোগে সোনিয়া গান্ধীর ৭৭ তম জন্ম দিন পালন করা হয়। এই দিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কিছু সংখ্যক কৃষকদের মধ্যে সার, বীজ, কৃষি কাজে প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়। আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এই সামগ্রীগুলি বিতরণ করা হয়। এদিন কৃষি সামগ্রী বিতরণের মধ্য দিয়ে রাজ্য সরকারকে একটি বার্তা দেওয়া হয়েছে যে, রাজ্য সরকার যেন অবিলম্বে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে গিয়ে দাঁড়ায়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভায় নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ