আগরতলা, ১৯ ডিসেম্বর: রাজধানী আগরতলার রামঠাকুর মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান হল মঙ্গলবার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়িকা মিনা রানী সরকার, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি নাথ, রামঠাকুর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ ডঃ চিত্রা পাল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নবীন বরণ অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের নিয়ম শৃঙ্খলা মেনে এগিয়ে চলার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে রামঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
টিআইডিসি'র চেয়ারম্যান নবাদল বনিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের ছাত্র-ছাত্রীরা আগামীর ভবিষ্যৎ। এরাই ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই লক্ষ্যে সকল ছাত্র-ছাত্রীদেরকে দেশাত্মবোধের ভাবনায় এবং সঠিক দিশায় পরিচালনা করার ক্ষেত্রে আমাদের সংকল্পবদ্ধ হয়ে কাজ করতে হবে।
0 মন্তব্যসমূহ