আগরতলা, ২৪ ডিসেম্বর: রবিবার সাকালে আবারও আগরতলা প্রেস ক্লাবে চুরির ঘটনা সামনে এসেছে। আগরতলা প্রেস ক্লাবের কর্মীরা এক চোরকে ধরেও ফেলেছে। ঘটনার খবর সাথে সাথে পশ্চিম আগরতলা থানায় দেওয়া হলে পুলিশ আসেন, ধৃত চোরকে নিয়ে যায়।
আগরতলা প্রেস ক্লাবের তরফে বিকেলে গোটা চুরির ঘটনা জানিয়ে লিখিত ভাবেই এফ আই আর ও করা হয়েছে। দেখা গেছে জলের কল,এসি মেশিনের তার সহ যন্ত্রাংশ চুরি হয়েছে। প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠানে আবারও চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রেসক্লাবে রবিবার চুরির ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে দিলেও পুলিশ তাকে নিতে অনিহা প্রকাশ করেছে।এটা ভালো মনে করেছেনা আগরতলা প্রেসক্লাব।দাবি করছে চুরির ঘটনার তদন্তের মাধ্যমে চোরের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ এবং আগরতলা প্রেসক্লাবের নিরাপত্তা সুনিশ্চিত করার বলে এক প্রেস রিলিজে আগরতলা প্রেসক্লাবের সহসম্পাদক কমল চৌধুরী জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ