Advertisement

Responsive Advertisement

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করলেন রাজ্য নেতৃত্বের সঙ্গে


আগরতলা, ২১ডিসেম্বর :লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম লক্ষ্য আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসা, সেই সঙ্গে রাজ্যের দুটি লোকসভা আসনেই জয়ী হওয়ার জন্য কাজ করছে দল। তাই এখন পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। তাদের এই কর্মসূচি গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করা। এর প্রেক্ষিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ত্রিপুরা রাজ্যে এসেছেন এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হচ্ছেন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলার কৃষ্ণনগর এলাকা দলীয় কার্যালয় এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি'র সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ-সম্পাদক বি.এল সন্তোষ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সকল পদাধিকারীগণ, জেলার সকল সভাপতিরা, সকল মোর্চার সভাপতিরা, মিডিয়া ইনচার্জ, আইটি এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জরা।
 এ দিনের বৈঠক সম্পর্কে প্রদেশ সম্পাদক রতন ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, দলে রাজ্যব্যাপী ৬২ জন বিস্তারক রয়েছেন। ৬০টি বিধানসভার জন্য ৬০ জন বিস্তারক, দুইটি লোকসভার জন্য দুইজন বিস্তারক রয়েছেন। তাদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। সংগঠনকে আরো বিস্তৃত করার জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ