Advertisement

Responsive Advertisement

পুর পরিষদের চেয়ারম্যানের হাত ধরে শান্তিরবাজারে বেটারি পরিচালিত স্কুটির নতুন শোরুমের শুভ সূচনা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২১ডিসেম্বর : শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় একটি বেটারি পরিচালিত স্কুটির শোরুম খোলাহয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এই শোরুমের শুভ সূচনা করা হয়। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকে শোরুমের শুভ উদ্ভোধন করলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদে ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলার রাজীব চক্রবর্তী, কাউন্সিলার নেপাল চন্দ্র দাস সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা। বেটারি পরিচালিত স্কুটির নতুন শোরুমে স্কুটি দেখতে আসা লোকজনদের মধ্যে ব্যাপক কৌতুহল লক্ষ্যকরাযায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ