Advertisement

Responsive Advertisement

বাড়ি বাড়ি দেওয়া পরিশ্রুত পানীয় জলের গুণগত মান পরীক্ষা করে দেখলেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ৮ ডিসেম্বর : দেশের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। একই ভাবে ত্রিপুরার প্রতিটি প্রান্তের জনগণের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী এবং সরকারের এই লক্ষ্যকে বাস্তব রূপ দিতে পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের নিয়ে মন্ত্রী সুধাংশু দাস ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেঁচারডহর নয়াপাড়া এলাকার প্রতিটি বাড়ি পরিদর্শন করেন। তিনি নিজে হাতে নিয়ে জলের গুণগতমান পরীক্ষা করে দেখেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জলের গুণগত মান সম্পর্কে তাদের অভিমত জেনে নেন। এলাকার যেসকল বাড়িতে এখনও বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি তাদের বাড়িতে দ্রুত জল পৌঁছে দিতে আধিকারিকদের নির্দেশ দেন। মন্ত্রীর এই নির্দেশ শুনে খুশি এলাকার বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ